আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় মহামারী করোনায় লকডাউনে বিপাকে পড়া ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (৩ মে) বিকেলে উপজেলার বটতলী গুচ্ছ গ্রামের ২’শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ রুদ্র, ইউপি সদস্য মাহবুব আলী, মোঃ ইসমাইল প্রমুখ।
ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, করোনায় লকডাউনের কারণে অসহায় ও দুঃস্থদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আনোয়ারা পুলিশের এরকম মানবিক উদ্যোগআগামীতেও অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআই













