ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ের শ্যামলারহাট এলাকায় নিজ উদ্যোগে ব্রিজ সংস্কার করলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সমাজসেবক সাদাত আনোয়ার সাদী।
৭ মে বৃহস্পতিবার তাঁর ব্যক্তিগত অর্থায়নে ব্রিজটির সংস্কার কাজ সম্পূর্ণ হয়। এতে রাষ্ট্রের প্রায় ২০ লক্ষ টাকা সাশ্রয় হয়।
জানা যায়, ফটিকছড়ি-রাউজান উপজেলার সংযোগ ধর্মপুর-শ্যামলারহাট-দরগাহছড়ি-ফকিরহাট সড়কের এই ব্রিজটি গর্তের সৃষ্টি হয়ে দীর্ঘদিন ভাঙ্গা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলে আ.লীগ নেতা সাদী এ সড়কের উপর দিয়ে যাওয়ার কালে ব্রিজটি তাঁর দৃষ্টিগোচর হয় এবং স্থানীয়রাও সংস্কারের দাবি জানালে তিনি তা সংস্কারের প্রতিশ্রুতি দেন, অবশেষে ব্রিজটি সংস্কারে এগিয়ে আসেন।

ব্রিজটি সংস্কারে এগিয়ে আসায় স্থানীয় এলাকাবাসি এবং ভুক্তভোগীরা তাকে ধন্যবাদ জানায়।
সাদাত আনোয়ার সাদি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিয়েছি, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এলাকার ছোটখাটো সমস্যা আমরা সহজে সমাধান করতে পারি। প্রত্যেকটা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের যারা সামর্থবান আছে তারা যদি এভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভাট নির্মাণ করে সাধারণ জনগনের পাশে থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে এবং দেশ আরো এগিয়ে যাবে।
বাংলাধারা/এফএস/এআই













