বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীতে ঈদকে সামনে রেখে আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। গুরুত্বপূর্ণ স্থান ও নির্জন এলাকায় টার্গেটের অপেক্ষায় ওৎপেতে থাকে তারা। সুযোগ বুঝে অস্ত্র ও ছোরার ভয় দেখিয়ে নিমিষেই কেড়ে নেয় মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার।
ছিনতাইয়ের শিকার এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে এমন একটি ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো— মো. বেলাল হোসেন (৩০), মেহরাজ হোসেন রাকিব (২৫), হাবিবুর রহমান কায়সার (২২), শরীফ হোসেন (২০), মো. জয় (২১), রুবেল (২০), মো. সাইফুল ইসলাম (২১), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (১৯) ও মো.ইয়াকুব (১৯)।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে গ্রেপ্তার বেলালের বিরুদ্ধে ৪টি, রাকিবের ৫টি ও সাদ্দামের ১টি, কায়সারের ৪টি, শরীফের ২টি, জয়ের বিরুদ্ধে ১টি সাইফুলের বিরুদ্ধে ২টি মামলা আছে। বেশিরভাগই দস্যুতা, ছিনতাই, অস্ত্র আইনে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বিগত পাঁচ বছর ধরে তারা পেশাগতভাবে ছিনতাইয়ের কাজ করে আসছে। ব্যবসায়ী, চাকরিজীবি,পথচারীদের টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যেত।
তিনি আরও বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ছোরাগুলো তারা নগরের ব্রিজঘাট মোড় এলাকায় বন্দরের পরিত্যক্ত পাকা ঘরের সামনে ঝোপের মধ্যে ব্যাগে ভরে লুকিয়ে রাখতো। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













