৩০ অক্টোবর ২০২৫

হালিশহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত জনি’র মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন :::

নগরীর হালিশহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত সারোয়ার জনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৮ মে) রাত সাড়ে ১০টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত জনি চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকার বাসিন্দা।

জানা যায়, এলাকায় কয়েকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে উপস্থিত লোকজন জনিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম বাংলাধারাকে জানান, জনি একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতো । কয়েকদিন আগে কয়েকজনের সাথে তর্কাতর্কির মাঝে তাকে ছুরিকাঘাত করা হয়। জনির বাবা বাদী হয়ে মামলা করে। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/এসএফ/এআই

আরও পড়ুন