২৮ অক্টোবর ২০২৫

লেখক ও গবেষক আহমেদ মমতাজ আর নেই

বাংলাধারা প্রতিবেদন :::

বাংলা একাডেমীর সহকারী পরিচালক, মিরসরাই প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক আহমেদ মমতাজ ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

রবিবার (৯ মে) ভোর ৫টায় তিনি ঢাকা মেডিকেলে ICU তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, আজ বাদ আছর করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, আহমেদ মমতাজের ছোট ভাই মানিক।

আহমেদ মমতাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, মিরসরাই প্রেসক্লাব, মিরসরাই সাংবাদিক ইউনিয়ন।

মিরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‌‘আমরা হারালাম এক কৃতি গুণী মহৎ প্রাণ। মীরসরাই প্রেস ক্লাব এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহ আলম নিপু। তিনি ফেসবুকে লিখেন, ‌‘একুশে বইমেলায় আমাদের কালধারা প্রকাশনীর প্রতিনিধিত্ব করতেন। মমতাজের অনেকগুলো অপ্রকাশিত গবেষণা কর্ম ও গ্রন্থ রয়েছে। তার সহধর্মিনি নাসরিনও বিশিষ্ট লেখিকা। আল্লাহ নিঃসন্তান এ দম্পতি নাসরিনকে প্রিয়জন হারানোর শোক বহিবার শক্তি দাও।’

শোক প্রকাশ করেছেন বাংলাধারা’র সম্পাদক ও বিশিষ্ট লেখক ফেরদৌস শিপন। তিনি বলেন, ‘মিরসরাইবাসী একজন গুণী মানুষকে হারিয়েছে। মিরসরাইয়ের প্রকৃত ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি বহু গ্রন্থ লিখেছেন-প্রকাশ করেছেন। যা ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মিরসরাইবাসী বিশেষ করে আগামী প্রজন্ম আহমেদ মমতাজের কাজে কৃতজ্ঞ হয়ে থাকবে।

চট্টগ্রাম কবিতা পরিষদের সভাপতি আরিফ চৌধুরী বলেন, ‘আহমদ মমতাজের মৃত্যুতে শোকাহত।ইতিহাসের শেকড় সন্ধানী একজন নিষ্ঠাবান লেখক গবেষককে হারালাম আমরা। লেখালেখি করছেন তিনি আমৃত্যু। মিরসরাই ইতিহাস নিয়ে তার সুবৃহৎ গ্রন্থটি মিরসরাইয়ে ইতিহাস জানার ও চেনার সুযোগ করে দেবে আগামীর প্রজন্মকে। চট্টগ্রামের লেখক অভিধানের কাজ করছিলেন শেষ করে যেতে পারেননি তিনি। তার সকল সৃষ্টিশীল কর্ম তাকে সাহিত্য সংস্কৃতির জগতে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। তার মৃত্যুতে সাহিত্য সংস্কৃতিতে অপরিসীম যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা অপুরনীয়।
তার আত্মার শান্তি কামনা করছি।’

এছাড়া শোক প্রকাশ করেছেন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক সুভাষ দে, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, দৈনিক ভোরের পাতার চট্টগ্রাম বিভাগীয় প্রধান নয়ন ধুম, দৈনিক চট্টগ্রাম সমাচারের সম্পাদক ও প্রাবন্ধিক আকাশ ইকবাল, চট্টগ্রাম কবিতা পরিষদের সভাপতি কবি আরিফ চৌধুরী, নজরুল গবেষক ও কবি এবিএম ফয়েজ উল্লাহ, মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক মুহাম্মদ নিযাম উদ্দিন, সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুসহ আরও অনেকে।

আরও শোক প্রকাশ করেছেন, দৈনিক দেশ রূপান্তরের মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাষ্মীর, দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেনসহ আরও অনেকে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন