বাংলাধারা প্রতিবেদন »
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২০ মে) ভোর ৪টায় পটিয়ার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া বাইপাস মোড়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এফএস/এআর













