বোয়ালখালী প্রতিনিধি »
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচারের দাবী, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সংবাদকর্মীরা। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বোয়ালখালী প্রেস ক্লাব।
বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, আবুল ফজল বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানা, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, এম এ মান্নান, রাজু দে, পূজন সেন,ইউছুপ রেজা, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, স.ম. রবিউল হোসাইন, মুহাম্মদ মহিউদ্দিন, এম এস এমরান কাদেরী ও শাহাদাত হোসেন জুনাঈদী।
এতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দেশের সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবী জানিয়ে বক্তারা সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।
বাংলাধারা/এফএস/এআর













