২৪ অক্টোবর ২০২৫

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

বাংলাধারা ডেস্ক  »

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে দাঁড়ালো।

শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে ৩২ জন সরকারি হাসপাতালে, ৬ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বয়স বিবেচনায় এদের মধ্যে ১৬ জনের বয়স ছিলেন ষাটোর্ধ্ব। বাকিদের মধ্যে ১৩ জনের বয়স ৫১-৬০ বছর, দুজনের বয়স ৪১-৫০ বছর, তিনজনের বয়স ৩১-৪০ বছর ,দুজনের বয়স ২১-৩০ বছরের এবং দুজন ১১-২০ বছরের মধ্যে ছিল।

বিভাগভিত্তিক হিসেবে মৃতদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, চারজন করে রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের। ২ জন রংপুর এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩৪৮ জনের মধ্যে ৮ হাজার ৯২৮ জন পুরুষ ও ৩ হাজার ৪২০ জন নারী।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন