বাংলাধারা স্পোর্টস »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামী ২৮ আগস্ট। আসন্ন মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।
সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে। এক স্ট্যাটাসে সাকিবের বোলিংয়ের ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’
Guess who's back??? @Sah75official is back with the @JAMTallawahs for CPL 2021. #CPL21 #ShakibAlHasan #CPLDraft #CricketPlayedLouder pic.twitter.com/akxiPHQyEQ
— CPL T20 (@CPL) May 27, 2021
এর আগে সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস ও তালাওয়াসের হয়ে খেলেছিলেন সাকিব। শুরুর দিকে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন বাংলাদেশি তারকা। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজের জার্সিতে খেলেন। দুদলের হয়েই অবশ্য ট্রফি জেতার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এ ছাড়া বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ারও রেকর্ড আছে সাকিব আল হাসানের।
মাঝে নিষিদ্ধ থাকায় ২০২০ সালের আসরে ছিলেন না সাকিব। এক মৌসুম বিরতি দিয়ে ফের ক্যারিবীয় লিগে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাধারা/এফএস/এআর













