বাংলাধারা ডেস্ক »
করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি এবং অন্যান্য দেশের মোট ৬১ জন নাগরিক বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা এসেছেন।
রোববার (৩০ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রক থেকে জানা যায়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) মোট ৬১ জন বাংলাদেশে এসেছেন।
শনিবার (২৯ মে) সকালে দেশে আসা এসব যাত্রীদের মধ্যে বাংলাদেশি, থাই এবং অন্যান্য দেশের নাগরিক ছিলেন।
বিশেষ ফ্লাইটে এসব যাত্রীদের বাংলাদেশে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।
গত বছর করোনাভাইরাসের কারণে থাইল্যান্ড থেকে ১৪টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় ফিরিয়ে আনা হলো।এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।
বাংলাধারা/এআই













