২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার জুয়ার সরঞ্জাম

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বাকলিয়া থেকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে ময়দার মিল এলাকার একটি ভবনের ৩য় তলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬), তাজুল ইসলাম (৩০), মো. সাকিব (২২)।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ময়দার মিল এলাকার একটি ভবনে অভিযানে যায় পুলিশ। এই সময় ভবনের ৩ তলায় একটি রুমে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ২৪২ টাকা ও ৬ প্যাকেট তাস উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন