২৯ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ১, আহত ১

রাঙামাটি প্রতিনিধি  »

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে তান্ডব রাশ চাকমা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এতে ইমাদুল ইসলাম (২৮) নামের অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার(০১ জুন) দিবাগত রাতে নানিয়ারচরের সাপমারা ও ইসলামপুর এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তান্ডব রাশ চাকমা স্থানীয় বাসিন্দা বিমল চাকমার ছেলে। আহত ইমাদুল ইসলাম উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নয়া মিয়ার মেজো ছেলে বলে জানা যায়।

তান্ডব রাশ চাকমা মঙ্গলবার সন্ধ্যায় নৌকা যোগে বের হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহ নিজ বাসায় নিয়ে আসে। অন্যদিকে, ইমাদুল ইসলাম নানিয়ারচর বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন