২৯ অক্টোবর ২০২৫

ডজন মামালায় পলাতক দু’সহোদর গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে অভিযান চালিয়ে ডজনাধিক মামলায় পলাতক দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। মঙ্গলবার (১ জুন) ভোর রাত তিনটার দিকে খুরুশকুল কাউয়ার পাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাউয়ার পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. কায়ছার (২৮) ও মোহাম্মদ মামুন (৩০)। পুলিশ জানিয়েছেন আটককৃত দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক ১৪টি মামলা রয়েছে।‍

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটকরা দীর্ঘদিন পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। অপহরণ, চুরি, মারামারি, পরিবেশ আইনসহ বিভিন্ন অভিযোগে কায়ছারের বিরুদ্ধে ৫ টি ও মামুনের বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে। যার কয়েকটিতে ওয়ারেন্ট ছিলো। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন