২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

হাটহাজারী প্রতিনিধি  »

হাটহাজারীতে পৃথক দুটি অভিযানে ৩১০ পিস ইয়াবাহসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী ইউনিট। মঙ্গলবার (০১ মে) হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ চৌধুরী পাড়ার করম আলী মুন্সীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো হাটহাজারী দক্ষিণ পাহাড়তলী ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেমের পুত্র মো. নাজিম (৩৯) এবং একই ওয়ার্ডের মৃত নুরুল হকের পুত্র মো. রিজুয়ান (৩৮)। তাদের দুই জনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক শফিয়ার রহমান এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মো. নাজিমকে ১৬০ পিস ইয়াবাসহ এবং মো. রিজুয়ানকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অভিযানের সত্যতা স্বীকার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী সার্কেলের উপ পরিদর্শক শফিয়ার রহমান জানান, একাধিক মাদক মামলার আসামি নাজিম এবং রিজুয়ানকে ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন