বাংলাধারা প্রতিবেদন »
গত ১৯ এপ্রিল চট্টগ্রামের এক ব্যবসায়ীর কার্যালয়ে ২ লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছিল যুবলীগ নামধারী দুই চাঁদাবাজ নুরুল কবির জাকুয়া ও তৌহিদুল আলম। জামিনে বেরিয়ে বাদিকে ‘ছুরি মেরে ভুড়ি ফেলে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগে আবারও গ্রেফতার করা হয়েছে চিহ্নিত এই দুই চাঁদাবাজকে।
বুধবার (২ জুন) দুপুরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলেন- ডবলমুরিং এলাকার মৃত নুরুল আলম সওদাগরের ছেলে নুরুল কবির জাকুয়া (৪৫) ও আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে মোঃ তৌহিদুল আলম (৪০)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলাধারাকে বলেন, গ্রেফতারকৃত দুইজন গত ১৯ এপ্রিল বিদ্যুৎ ভবনে মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়। কিছুদিন আগে তারা জামিনে বের হয়। বের হয়েই আজ আবারও বিদ্যুৎ ভবনে গিয়ে বশির উদ্দিনকে ঘিরে ধরে।
তিনি আরও বলেন, আগেরবার পুলিশকে অভিযোগ করায় ‘ছুরি মেরে ভুড়ি ফেলে দেওয়ার’ হুমকি দেয়। কৌশলে বশির পুলিশকে বিষয়টা জানালে সাথে সাথেই ডবলমুরিং পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













