বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে চোলাই মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ জুন) রাতে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ মুন্সী পাড়া টেক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পৌরসভার পূর্ব গোমদন্ডী ৪নং ওয়ার্ডের সর্দার পাড়ার নিরঞ্জন দাসের ছেলে শিবলু দাস (৩৩) ও ৫নং ওয়ার্ড এলাকার মুফতি পাড়ার মৃত আবুল কালামের ছেলে আবদুর রহিম (২২)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













