৩ নভেম্বর ২০২৫

মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের ৭৫ কোটি টাকার চেক হস্তান্তর

বাংলাধারা ডেস্ক »

কক্সবাজার জেলার মহেশখালীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর করা হয়েছে।

গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে জানায়, বুধবার ২ জুন কক্সবাজার জেলা প্রশাসনকে ১৫৯.৩৩ এবং ১২৩.৯০ একর দখলকৃত ভূমির মূল্য পরিশোধ বাবদ ৭৫ কোটি টাকা টাকার চেক হস্তান্তর করা হয়। মাতারবাড়ী উন্নয়ন পরিকল্পর পরিচালক মীর জাহিদ হাসান কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজের হাতে চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের এস্টেট বিভাগের সহাকারী ব্যবস্থাপক(ভূমি) মুহাম্মদ শিহাব উদ্দিন।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ বলেন, অতি দ্রুত অধিগ্রহণকৃত জমির দখল বন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ