বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৬০ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা। চালানটিতে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুন) বন্দরের এনসিটি কনটেইনার ইয়ার্ডের একটি কাভার্ডভ্যান থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
কাস্টম সূত্রে জানা গেছে, ঢাকার সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান ভারসেটাইল লিমিটেড চীন থেকে ক্লথিং অ্যাক্সেসরিজ ঘোষণা দিয়ে এই চালানটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান জয়িতা ট্রেড করপোরেশন।

ভারসেটাইল লিমিটেড দুই লাখ ৪১ হাজার ৫০০ পিস প্লাস্টিক হ্যাঙ্গার আমদানি করার কথা বলে বিদেশি সিগারেটের চালান নিয়ে আসে। গত ২৮ মে চীনের সাংহাই বন্দর থেকে এমভি অ্যালিয়ন জাহাজযোগে কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসার পর পণ্য খালাসের জন্য গত ১ জুন আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের জয়িতা ট্রেড করপোরেশন বিল অব এন্ট্রি (সি-৮৮৫২৯৫) দাখিল করে।
শুল্কায়ন শেষে বৃহস্পতিবার (৩ জুন) চালানটি বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে খালাস করে নিয়ে যাচ্ছিলো। কিন্তু গোপন সংবাদ থাকায় কাভার্ডভ্যানটি আটক করে এআইআর টিম। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্টের জেটি সরকার মো. জাকির হোসেন ও জেটি সরকারের সহকারী মো. নেছার উদ্দিন, বন্দর নিরাপত্তা কর্মকর্তা ও অন্যান্য সংস্থার সদস্য ও প্রতিনিধির উপস্থিতিতে এআইআর কর্মকর্তা কর্তৃক পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
এ সময় কাভার্ডভ্যান থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, ৩০০টি কার্টনের প্রতিটিতে সিগারেটের দুটি ইনার কার্টন রয়েছে। এতে বিদেশি তিনটি ব্র্যান্ডের মধ্যে ইজি ব্র্যান্ডের ২০ লাখ শলাকা, মন্ড ব্র্যান্ডের ২০ লাখ শলাকা ও ওরিস ব্র্যান্ডের ২০ লাখ শলাকাসহ মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়।
পণ্য চালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে আনুমানিক প্রায় সাড়ে ১৪ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।
কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর) রেজাউল করিম জানান, এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার।
বাংলাধারা/্এফ্এস/এআর













