১৬ ডিসেম্বর ২০২৫

বাংলার বাজেটের জীবন সমাচার

শাহ আব্দুল্লাহ আল রাহাত  »

একটি দেশের বাজেটের উপর নির্ভর করে অর্থনীতির রুপরেখা, কেননা বাজেটের প্রধান উদ্দেশ্য হলো আয় বাড়ানোর মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি।

বাজেট শব্দটির উৎপত্তিস্থলে যদি সন্ধান করতে চাই তাহলে ফিরে যেতে হয় ফরাসি বোওগেট শব্দটিতেই। যার অর্থ গিয়ে দাঁড়ায় চামড়ার ব্যাগ কিংবা ব্যাগ। যাকে বাংলা অভিধানে থলে নামে সম্বোধন করা হয়।

প্রাচীন সময়ে সংসদ নামে পরিচিত সংসদ কিংবা আইনসভায় এই থলেতে ভরে দলিলটি আনা হতো বলে এর নাম দেওয়া বাজেট। তবে বাজেটের প্রতিষ্ঠানিক রূপ পায় ব্রিটেনে, যদিও এর আবিষ্কার হয়েছিলো গ্রীকে। বাজেট অর্থ একটি দেশের এক বছরের আয় ব্যয়ের বিস্তারিত হিসাব।

তবে স্বাধীন বাংলার বাজেট সমাচার খুব বেশী পুরোনো নয়। ১৯৭২ সালের ৩০ জুন জাতীয় চার নেতার অন্যতম এবং তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশের প্রথম বাজেট ঘোষণা করেন, যার আকার ছিলো ৭৮৬ কোটি টাকা। দেশের সবচেয়ে বেশী ১২ বার বাজেট পেশ করেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যারা দুইজনই চায়ের দেশ সিলেটের সন্তান।

২০২১ সালের ৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট ঘোষণার মাধ্যমে বাজেটের অর্ধশতক পূর্ণ করেন সাবেক ক্রিকেট বোর্ড প্রধান এবং অর্থমন্ত্রী আ ফ ম মুস্তফা কামাল। এছাড়া প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেটের ঘোষক তিনি।

দেশের ইতিাহাসে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে তিনটি বাজেট উপস্থাপন করে গেছেন যদিও দেশীয় রীতিতে অর্থমন্ত্রী কিংবা অর্থ উপদেষ্টারা বাজেট পেশ করেন।

বাজেটের সাধারণ ২ টি অংশ এবং বাজেট দুই ধরণের হয়ে থাকে। বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হলো সংশোধিত বাজেট এবং সম্পূরক বাজেট।

২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশে বাজেট বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে মধ্যমেয়াদি বাজেট কাঠামো চালু হয়। বাংলাদেশের সংসদনীয় ইতিহাসে প্রথম বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থিত হয় ১৬ মার্চ ২০১০ সালে।

বাজেটের ঘোষণা পর থেকে দেশের অর্থবছরের হিসাব নিকাশ ও শুরু হয়। বাংলার ২০২১-২২ সালের অর্থ বছর ইতিমধ্যে সূচিত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ