১৬ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে কামানের গোলা উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি  »

হাটহাজারীতে একটি অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার(০৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম আলমপুর তেলের ট্যাংকি এলাকার একটি মুরগি খামার সংলগ্ন কৃষিজমি থেকে এই অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণরত সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত গোলাবর্ষণের সময় কামানের অবিস্ফোরিত গোলাটি কোনো এক সময় এই কৃষি জমিতে এসে পড়েছে। বিস্ফোরিত না হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা জানান, গোলাটি উদ্ধারের পর থেকে নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে রেখে পাহারায় রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ