১৬ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মাদার্শা ৩ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার(০৪ জুন) দুপুর ৩ টার দিকে ওয়ার্ডের জেলা পাড়া সংলগ্ন পুরালিয়া খাল থেকে হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক ইরফান রাজীব সঙ্গীয় ফোর্স লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার লোহারপুল এলাকায় শুক্রবার সকাল ১২ টার দিকে পুরালিয়া খালে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গলিত লাশটি দেখে ধারণা করা হচ্ছে এটি ২৫-৩০ বছরের কোনো যুবকের লাশ।

গলিত লাশ উদ্ধারের বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা জানান, খবর পেয়ে লোহারপুল থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ