বাংলাধারা ডেস্ক »
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখা’র উদ্যোগে প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আবু বাছেত ও প্রয়াত সভাপতি মোহাম্মদ আবু তাহের এর মৃত্যু বার্ষিকীতে পরম শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) সকালে নগরীর চৈতন্যগলিস্থ কবরে পুষ্পস্তবক অর্পণের পর সন্ধ্যায় আমবাগানস্থ চট্টগ্রাম জেলা আইডিইবি কার্যালয়ে কোরআন খতম, স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সভাপতি মোহাম্মদ আবু তাহের এর ৩য় মেয়ে-জামাই ব্যাংকার জনাব মো. নুরুল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী সালমা খাতুন, প্রকৌশলী মো. আবু জাফর, প্রকৌশলী মো. রফিকুর রহমান, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম নান্টু, প্রকৌশলী মো. কামরুল ইসলাম, প্রকৌশলী মো. সাদররুল হক, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী শাহীন চৌধুরী, প্রকৌশলী আবু সালেহ বাপ্পি, প্রকৌশলী ইকবাল আহমেদ প্রকৌশলী মো. সাইদুর রহমান, প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, প্রকৌশলী রাবেয়া বশরী, প্রকৌশলী এমদাদুর জামান, প্রকৌশলী মো. রোকনুজ্জামান, প্রকৌশলী মো. নাজমুল হাসান, প্রকৌশলী মো. পলাশ, প্রকৌশলী মো. কামাল হোসেন, ও সার্ভিস এসোসিয়েশন সমূহের নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এআর













