বাংলাধারা ডেস্ক »
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯১৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে। ফলে একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।
বাংলাধারা/এফএস/এআই













