২৪ অক্টোবর ২০২৫

চিরকুট লিখে সিআরবি’র পাহাড়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর সিআরবির পাহাড় থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম অমিত চৌধুরী (২৩)।

মঙ্গলবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানা পুলিশ অমিত চৌধুরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত অমিত চৌধুরীর বাড়ি পটিয়া উপজেলার বাতুয়া ইউনিয়নে। তিনি পটিয়া সরকারি কলেজের ছাত্র বলে জানায় পুলিশ।

পুলিশের ধারণা অমিত আত্মহত্যা করেছে। তার মৃত দেহের পাশ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে একটি চিরকুটে অমিত আত্মহত্যা কথা লিখেছে বলে জানান কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন।

তিনি বলেন, অমিত হয়তো সিআরবিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেকারণে সিআরবির পাহাড়ে কাঠের বাংলো এলাকায় এসে আত্মহত্যা করেছে। তার কাছে একটি সুইসাইট নোট উদ্ধার করা হয়েছে। এতে সে লিখেছে তার বাঁচার কোন ইচ্ছে নাই। চিঠিতে তিনি সবার বাছে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে লিখেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এটি আত্মহত্যা না অন্য কিছু। ইতোমধ্যে ডিবি পিবিআই ও ক্রাইম সিনের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন