২৪ অক্টোবর ২০২৫

মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে হত্যার হুমকীর অভিযোগ

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে এক মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবী ও চাঁদা না পেলে হত্যার হুমকীর অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (৭ জুন) চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযোদ্ধা মো. ইউসুফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন (যার নং সি আর ৬৭৭/২০২১)। বিচারক বিষয়টি আমলে নিয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলায় হারবাং বাজারপাড়ার কবির আহমদের ছেলে নাছির উদ্দিনকে প্রধান করে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত নাছির।

মামলার বাদী এজাহারে মুক্তিযোদ্ধা ইউছুফ উল্লেখ করেন, গত ৩ জুন বিকাল ৫টার দিকে হারবাং বাজার পাড়ার কবির আহমদের ছেলে মো. নাছির উদ্দিন ৪-৫ জন সন্ত্রাসী নিয়ে তার ব্যবসা প্রতিষ্টান হারবাং স্টেশনের সেনেটারী কারখানায় গিয়ে চাঁদা দাবী করেন। এসময় তাদের দাবি করা ১ লাখ টাকা চাঁদা পেলে প্রাণে হত্যাসহ নানা হুমকি দেন।

তিনি আরো দাবী করেন, এই সেনেটারী ব্যবসা পরিচালনা করে তিনি জীবিকা নির্বাহ করেন। চাঁদা দাবির পর হতে তিনি হুমকিতে আছেন।

চকরিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, মুক্তিযোদ্ধা মো. ইউসুফ বাদী হয়ে চকরিয়া আদালতে একটি সি আর মামলা করেছেন। বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন । বিষয়টি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে, মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত নাছির উদ্দিন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমার সাথে আজ (৮ জুন) থেকে গত দেড়-দুমাসের ভেতর বীর মুক্তিযোদ্ধা ইউসুফের সাথে মুখোমুখি দেখা হয়নি। হারবাংয়ে হলেও দুজনের বাড়ি ভিন্ন একই এলাকায়। আমি সরকারি চাকরি করি (স্বাস্থ্য কেন্দ্রে)। এলাকায় সরকারি কয়েকটি বিল্ডিং পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তা দখল করে ভোগ করছেন অনেকে। গত কিছুদিন আগে আমার ফেসবুক একাউন্টে সাংবাদিকদের উদ্দেশ্য করে এসব সরকারি সম্পদ বেদখল নিয়ে প্রতিবেদন করতে অনুরোধ করেছিলাম। লিখেছিলাম প্রতিবেদন হলে সরকারি সম্পদগুলো দখলমুক্ত হলে রাষ্ট্রের উপকার হবে। পরে জেনেছি সরকারি ঘরগুলোর একটি মুক্তিযোদ্ধার পরিবার দখলে রেখে ভোগ করছেন। আমার পোস্টটি পেয়ে ওনারা অশালীন ভাষায় গলিগালাজ করেছে। ক্ষুব্ধ হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলাও করেছে শুনেছি। তদন্ত করলে আসল বিষয় বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন