২৯ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার !

বাংলাধারা ডেস্ক :::

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নিজের মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। ওই ব্যক্তির নাম নূর উদ্দিন মিঠু।

বিভিন্ন সূত্রে জানা যায়, দুিই ভাই এক বোনের মধ্যে মেয়েটি সবার বড়। রবিবার (১৩ জুন) মেয়েটির মা বাড়ীতে না থাকায় নিজের একমাত্র মেয়েকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে গভীর রাতে ধর্ষণ করে।

সোমবার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইলে বিষয়টি সবার জানাজানি হয়।

পরে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবীব আবদুল্লা ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পাষণ্ড পিতাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন