২৮ অক্টোবর ২০২৫

সাফায়েতুল ইসলাম এর কবিতা ‘সন্ধ্যা’

সাফায়েতুল ইসলাম  »

বিসৃত প্রাগৈতিহাসিক ধ্বনি, অগণিত মানুষের ভেতর দিয়ে নেমে এলো সন্ধ্যা। তারপর কোন এক তীব্র বোধ নিয়ে ডুবতে লাগল সমস্ত দিনলিপি, যেন কোথাও নিষ্পেষিত হচ্ছে অনুভূতির উত্থান পতনের শব্দ।

তারপর! হঠাৎ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসল স্বয়ং সন্ধ্যা। অস্পষ্ট সুরে বিড়বিড় করল; আমি আলো-আঁধারের মধ্যবর্তী রুপছায়া। আমাকে গ্রহণ কর! অবারিত দিগন্তের ন্যয়, একগুচ্ছ ঝড়ে পড়া গোলাপের ন্যয়, অথবা বিবিধ অসহ্য অস্থিরতার ন্যয়। সন্ধ্যা কম্পিত সুরে নিজেকে আরো বর্ণনা করল, ‘আমি ভীষণ আহত, আমাকে রক্ষা কবজে আগলে ধর, আমি হারিয়ে যাচ্ছি সন্ধ্যার পরবর্তী ধাপে। যেখানে বিরাজ করে অসংজ্ঞায়িত গুচ্ছ গুচ্ছ নিকষ কালো আঁধার।

যেখানে রাতদুপুরে হৃদয়-ক্ষরণ হতে থাকে। আত্মঘাতী শব্দ-বোমায় ক্ষতবিক্ষত হতে থাকে রাত্রিকালীন সন্ধ্যা। ক্ষণিক পরপর সন্ধ্যা নিজেকে সমর্পণ করল আঁধারে, আকস্মিক মায়ায় একে অপরকে জড়িয়ে ধরল। যেন সন্ধ্যারা সব পতনগামী প্রেম, অব্যক্ত আর ব্যাক্ষাতীত মুহূর্তে নিজেরা গুটিয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন