বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতে ছড়িয়ে আছে অজস্র মাল্টা। হুট করে সমুদ্র পাড়ে এত মাল্টা দেখে অবাক স্থানীয়রা। আবার অনেকে এই অদ্ভুত দৃশ্যটি ধারণ করে রাখছেন মুঠোফোনের ক্যামেরায়। বাচ্চারা মিতে উঠেছে মাল্টা ছোড়াছুড়িতে।
বুধবার (১৬ জুন) সমুদ্র পাড়ে এত মাল্টা দেখে স্থানীয়দের ধারণা, আমদানি করা এসব মাল্টা হয় বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে পচে যাওয়ায় আমদানিকারকরা ফেলে দিয়েছেন।
তারা জানান, রাতের আঁধারে ট্রাকে করে এনে পচা মাল্টাগুলো ফেলা হয়েছে। পরে জোয়ারের ঢেউয়ে সেগুলো ছড়িয়ে পড়ে সৈকতের আধা কিলোমিটার এলাকায়। মাল্টাগুলো খাবারের অনুপযোগী, পচা। এতে পরিবেশদূষণের আশঙ্কা তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকতে পচা মাল্টার খবরটা সন্ধ্যায় আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআর













