২৪ অক্টোবর ২০২৫

ইসির বিরুদ্ধে মামলা; অতঃপর দুদক কর্মকর্তার বদলি!

বাংলাধারা প্রতিবেদন »

নির্বাচন কমিশন অর্থাৎ ইসির পরিচালকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে মামলার বাদি দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে। মূলত রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে মামলা করা হয়েছিল।

বুধবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে মামলাটি দায়ের করার এক ঘণ্টা পরেই এ কর্মকর্তাকে বদলি করা হয় পটুয়াখালীতে।

শুধু ইসির এ চার কর্মকর্তাই নন, গেল তিনদিনে অবৈধ উপায়ে রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেয়ার ঘটনায় সাবেক কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইসির একাধিক কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট পাঁচটি মামলা দায়ের করে দুদক। এছাড়া এনআইডি জালিয়াতির ঘটনাতেও আরও ১৩টি মামলা দায়ের করা হয়। তাতেও আসামি করা হয় ইসির একাধিক কর্মকর্তা-কর্মচারীকে। যারমধ্যে অর্ধেকের বেশি বাদি এ কর্মকর্তা।

এছাড়া, গত সপ্তাহে কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশনের এক জিএমকে গ্রেফতার ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করার ঘটনাতেও আলোচনায় আসেন শরীফ উদ্দিন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন