বিশেষ প্রতিবেদক »
‘কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় খুকু আয়, আয় খুকু আয়’। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি সকল সন্তানকে এক অসীম আবেগে ডুবিয়ে দেয়।
ঠিক তাই, বাবা এমনি এক বটবৃক্ষ, যার স্নেহের শীতল ছায়ায় সন্তান পরম নিরাপদে বেড়ে উঠে। সন্তানের জন্য সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে পরে একজন বাবা। আদর-শাসন, ভালোবাসা আর বিশ্বস্ততার আরেক নাম হলো বাবা। বাবার তুলনা শুধুই বাবা। যার কল্যাণে এই পৃথিবীর রূপ, রঙ ও আলোর দর্শন পায় একজন সন্তান। বাবা শাশ্বত, চির আপন ও চিরন্তন। আর সেই বাবাদের জন্যই বছরের এ একটি দিনকে উৎর্সগ করা হয়েছে।
১৯০৭ সালের ডিসেম্বর প্রথম বাবা দিবস পালনের জন্য আবেদন করেছিলেন পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টবাসী গ্রেস। ভার্জিনিয়ার মোনোনগাহ্য় ভয়াবহ খনি বিস্ফোরণে প্রাণ হারায় ৩৬০ জন পুরুষ। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন সন্তানের বাবা। ফলে প্রায় এক হাজার শিশু পিতৃহারা হয়ে পড়ে। তখন থেকেই বিশ্বের প্রায় ৭৪টি দেশে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালিত হয়। দিবসটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ফেয়েছে।
সেই হিসাবে আজ রবিবার ২০ জুন বিশ্ব বাবা দিবস। আজকের এ দিনটি শুধুই বাবাদের জন্য। আজ সারা বিশ্বের সন্তানরা পালন করবেন দিবসটি। পিতার প্রতি সন্তানের সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে। পৃথিবীতে যদি কোন নিঃস্বার্থ ভালোবাসা থাকে তা হল, সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা। সন্তানের জন্য বাবা-মা নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না।
বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে অনুভূতি জানতে আমরা কথা বলি কয়েকজন শিক্ষার্থীর সাথে। চট্টগ্রাম কলেজ ও চকবাজার এলাকার কয়েকটি কেচিং সেন্টারে শিক্ষার্থী আনজুমান, নুসরাত, ফাহমিদা, কলি, তারেক, ফাহাদ ও তাহমিনার সাথে। নুসরাত চৈতি বলেন, আমার কাছে বাবা মানেই আমার পৃথিবী। তার তুলোনা শুধু তিনি নিজেই। আমার বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে আমাকে ও আমার তিন বোনকে পড়া লেখা করিয়ে দুই বোনকে বিয়ে দিয়েছে। আমার বাবা ছোট একটি সরকারি চাকরি করে। আনজুমান বলেন, আমার গ্রামের বাড়ি আনোয়ারায়। আমরা দুই বোন এক ভাই। আমার ভাই সবার ছোট এবং আমিই সবার মধ্যে বড়। আমার বাবা গাড়ির ড্রাইভার। তিনি তার এ আয় দিয়েই আমাদের তিন ভাই-বোনকে পড়া লেখা করিয়ে আসছেন। সবসময় তিনি চেয়েছেন আমরা পড়া-লেখা করি। আমি এবার অর্নাস শেষ করেছি আর আমার বোন অর্নাস ২য় বর্ষে ভর্তি হয়েছে। ভাই এবার এসচএসসি ২য় বর্ষে। তাকেও কলেজে ভর্তি করাবো। বাবা আমার কাছে নিরাপদ আর বিশ্বাসের নাম। আজ বিশ্ব বাবা দিবস উপলক্ষে সে তার বাবাকে জানিয়েছে অসিম ভালোবাসা।
বাবা দিবস উপলক্ষে আমরা কথা বলি এক রিকশাচালক বাবা নাছির মিয়ার সাথে। তিনি বলেন, আমার দুই মেয়ে দুই ছেলে আছে। সারাদিন এতো কষ্ট করি শুধু তাদের জন্য। তারা যাতে ভালো থাকে, ভালো ভাবে পড়া-শোনা করতে পারে। আমার এক মেয়ে ও এক ছেলে স্কুলে পড়ে আর দুইটা এখনো ছোট। তাদের ভালোভাবে পড়া-লেখার জন্য আমি ঘরে শিক্ষক রেখেছি। আর স্কুল ও টিচারের বেতনসহ খাতা কলম কিনতে টাকার কোনো সমস্যা না হয় তাই আমি এতো পরিশ্রম করি। বিশ্বাস করেন এতে আমার কোন কষ্ট হয়না।
আজ বিশ্ব বাবা দিবস উপলক্ষে, বিশ্বের সব বাবাদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
বাংলাধারা/্এফএস/এআর













