১৬ ডিসেম্বর ২০২৫

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হচ্ছে মোহছেন আউলিয়া (রহ.) বার্ষিক ওরশ

আনোয়ারা প্রতিনিধি » 

চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ আজ। প্রতি বছর আষাঢ় মাসের ছয় তারিখ এই ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত অনুরক্তদের আগমন ঘটে। তবে গত বছর করোনার কারণে কর্তৃপক্ষ ওরশের আনুষ্ঠানিকতা বন্ধ রাখেন। এ বছরও ব্যাপক আকারে কোনো অনুষ্ঠান করা হবে না বলে জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির লোকজন। তবে স্বাস্থ্যবিধি মেনে ভক্তরা শুধুমাত্র মাজার জিয়ারত করতে পারবেন। তবে মাজার প্রাঙ্গনে বরাবরের মত কোনো পশু জবাই করা যাবে না। দূর দূরান্ত থেকে কেউ পশু জবাই করতে চাইলে সেটা খাদেমদের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।

সরজমিনে মাজার পরিদর্শণে গিয়ে পরিচালনা কমিটির সাথে কথা বললে এসব সিদ্বান্তের কথা জানা যায়। তবে যথারীতি মাজার শরীফের পবিত্র গোসল, কোরআন খতম, মিলাদ ক্বিয়াম, ত্ববারক বিতরণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ সম্মিলিত মোনাজাত পরিচালনা করা হবে। ওরশের মূল আয়োজন আজকে হলেও গতকাল থেকেই ভক্তরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসতে থাকেন।

জানা যায়, ১৩ শতকের দিকে ইয়েমেন থেকে পাথরে ভেসে সাগর পথে শাহ মোহছেন আউলিয়া (রহ.) চট্টগ্রামের আনোয়ারাতে আসেন। এখানে অবস্থান করে তিনি দ্বীন প্রচারে মনোযোগী হন। দীর্ঘদিন তিনি ধর্মপ্রচারে সময় ব্যয় করেন। তার মৃত্যুর পর তার উত্তরসূরীরা দীর্ঘদিন তার নির্দেশনামতে দ্বীন প্রচারকাজ চালিয়ে যান।

মাজারের পরিচালনা কমিটির মোতাওয়াল্লি আলহাজ্ব এস এম ফজলুল করিম বলেন, গত বছর আমরা সংবাদ সম্মেলন করে ওরশ আয়োজন না করার বিষয়টি ঘোষণা করেছিলাম। এ বছর ঘোষণা না দিলেও বড় পরিসরে আমরা কোনো কিছু আয়োজন করছি না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জেয়ারতের ব্যবস্থা রাখা হয়েছে। তবে, মূল মাজার প্রাঙ্গনে কোনো প্রকার পশু জবাই বা ত্রিপল টাঙ্গানো যাবে না।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা মাজার কমিটির সাথে আলাপ করে আনুষ্ঠানিক কোনো ওরশ আয়োজন না করতে বলে দিয়েছি। স্বাস্থ্য বিধি মেনে কেউ জিয়ারত করতে চাইলে সেটা ভিন্ন কথা । গতকাল থেকে পটুলিশ মাজার প্রাঙ্গনে টহল জোরদার করেছে। আজকেত পুলিশের সংখ্যা আরো বাড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ