বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে পাঁচতলা ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মো. আরমান (১৮)। সোমবার (২১ জুন) সকালে পাহাড়তলী থানার গ্রীন ভিউ আবাসিক ৯ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ওই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাধারা/এফএস/এআর













