৮ ডিসেম্বর ২০২৫

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশায় হাসপাতেলা আসা রোগী ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কার্পেটিং উঠে গিয়ে সড়কটিতে সৃষ্টি হয়েছে একাধিক গর্ত ও খানাখন্দ। সড়কটির পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সামান্য বৃষ্টিতে দেখা মিলছে জলবদ্ধতার। এতে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও দিন দিন বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম ভেটেনারি এনিম্যাল সাইন্সেস রিসার্চ এন্ড বিশ্ববিদ্যালয় ফার্মবেজড় ক্যাম্পাস, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে যাতায়াতের মাধ্যম হিসেবে এ সড়ক দিয়ে প্রতিদিন দুই হাজারের অধিক মানুষ যাতায়াত করলেও গত দুই বছর ধরে সড়কটি এইভাবে পড়ে রয়েছে।

বুধবার (২৩ জুন) সরজমিনে ঘুরে দেখা যায়, সড়কটিতে সৃষ্ট একাধিক গর্তের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা প্রসূতি মা ও দুর্ঘটনা কবলিত আহতদের বেশ কষ্ট সহ্য করতে হচ্ছে।

সড়কটির অনেক অংশেই কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গেছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে।

এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে দেখা মিলছে জলবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা মানিক জানান, ক্ষতবিক্ষত এই সড়ক দিয়ে হাসপাতালে আসতে তাদের কষ্টের সীমা থাকে না।

অন্যদিকে হাফিজ উদ্দীন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। এসময় তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন সড়কটির বেহাল দশার কথা স্বীকার সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

এই ব্যাপারে কথা হলে হাটহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন জানান, বৃষ্টির কারণে সড়কটির সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন