১৬ ডিসেম্বর ২০২৫

পটিয়ায় ডিস সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম উদ্দীন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রিসেল বড়ুয়া নামে আরেকজন আহত হন। মৃত সেলিম উদ্দীন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদি মার্কেট এলারকার এখলাস মিয়ার ছেলে।

সোমবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মো. সেলিম উদ্দীন ও তার সহকর্মী রিসেল বড়ুয়া উপজেলার মাস্টারপাড়া গ্রামে ডিসলাইনের সংযোগ দিতে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সেলিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রিসেল বড়ুয়াকে গুরতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়।

পটিয়া থানার এসআই মোরশেদ জানান, ডিসলাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সেলিম উদ্দীন নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। এ বিষয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ