২৮ অক্টোবর ২০২৫

নালায় সিএনজি অটোরিকশা পড়ে ২ জনের মৃত্যু(ভিডিও)

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলি এলাকায় সিএনজি অটোরিকশা নালায় পড়ে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)। অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন।

স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। নালায় প্রচণ্ড স্রোত থাকায় তলিয়ে যায় সিএনজি অটোরিকশাটি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানা সূত্র জানায়, সিএনজি অটোরিকশা নালায় পড়ে যাওয়ার ঘটনায় স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, নালায় ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের মধ্যে একজন অটোরিকশা চালক।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন