বাংলাধারা ডেস্ক »
করোনার ভয়াবহতায় আবারও আর্তমানবতার হাত বাড়িয়ে দিলো সাইফ পাওয়ারটেক লিমিটেড। চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৬ জুলািই) জেলা প্রশাসক মমিনুর রহমানের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন সাইফ পাওয়ারটেকের পরিচালক (ব্যবসা উন্নয়ন) মো: নিজাম উদ্দিন ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো: রেজাউল করিম।
এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, সাইফ পাওয়ারটেক করোনার এই ভয়াবহতার সময়ে মেডিক্যাল যন্ত্রপাতি ও নগদ অর্থ সহায়তা দিয়ে আর্তমানবতার সেবায় অনন্য অবদান রাখছে।
উল্লেখ, গত ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো। রুহুল আমিন।
তরফদার রুহুল আমিন বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্তমানবতার সেবায় সরকার ও জনগণের পাশে থাকবে।
বাংলাধারা/এফএস/এআই













