জেলা প্রতিনিধি, কক্সবাজার »
ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে মিয়ানমারে (এমপিটি) সীম ব্যবহারের পাশাপাশি এবার শক্তিশালী ওয়াকিটকি ব্যবহার করছে রোহিঙ্গারা। কক্সবাজার জেলা শহর ও আশপাশ এলাকায় বসবাসকারী পুরোনো রোহিঙ্গাদের মাধ্যমে ক্যাম্পের রোহিঙ্গারা এসব ওয়াকিটকি সংগ্রহ করছে বলে তথ্য উঠে এসেছে।
রবিবার (৪ জুলাই) রাতে কক্সবাজার সদর উপজেলার লিংকরোড় এলাকা থেকে ৮টি ওয়াকিটকিসহ রোহিঙ্গা দুই যুবককে র্যাব-১৫ এর একটি দল আটক করার পর থেকে বিষয়টি আরো পরিস্কার হয়ে উঠে।
আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া হাসিম মাঝির বাড়ির ভাড়াটিয়া রোহিঙ্গা মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্বাস (৩২) এবং টেকনাফ ২৪ নম্বর ক্যাম্প এর ব্লক-বি-১ এর বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে ইমাম হোসাইন (২০)।
তাদের আটকের বিষয়টি স্বীকার করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র্যাব-১৫ এর একটি টহল টিম লিংক রোড়স্থ পুলিশ চেক পোস্ট অফিসের পাশে পৌঁছলে রাস্তায় দাড়ানো দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করেন। বিষয়টি র্যাবের সন্দেহ হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আটটি খাকি রঙের প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট খুলে আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। এসব ওয়াকিটকি কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেছে, অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে তারা এসব ওয়াকিটকি সংগ্রহ করে নিজের হেফাজতে নিয়েছিলো।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে মঙ্গলবার কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন র্যাবের এ কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এআই













