২৯ অক্টোবর ২০২৫

পানছড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক স্বামী

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির নীলাধনপাড়ায় স্ত্রীকে হত্যা করলো স্বামী। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ই জুলাই) ভোর ৪টা ৪০মিনিটে পারিবারিক কলহের জেড় ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম রনালী ত্রিপুরা (৪৬)। আটককৃত স্বামীর নাম দহ কুমার ত্রিপুরা (৫০)। তাদের ৫ সন্তান রয়েছে। জানা যায়, দহ কুমার ত্রিপুরা নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে দেশীয় অস্ত্র দা দিয়ে স্ত্রী রনালীকে কুপিয়ে হত্যা করেন।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যা নিশ্চিত করে বলেন, আসামীকে বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। নিহতর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন