২৯ অক্টোবর ২০২৫

আনোয়ারায় পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৫

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলায় পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল ও এসআই শাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কাশেম (৪৫), মো. রুবেল (২২), মো.আরিফ (২০),আব্দুল জব্বার (৫০),মো. বেলাল (৩৪)।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন