মিরসরাই প্রতিনিধি »
নোয়াখালী জেলার ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে আসা ১৮ রোহিঙ্গাকে আটক করেছে শিল্প পুলিশ।
রোববার (১১ জুলাই) সকাল সাড়ে আটটায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকা থেকে আটক করা হয় তাদের। আটক ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৬ নারী ও ৪ জন পুরুষ।
চরশরৎ এলাকার বাসিন্দা মো. মুসলিম উদ্দিন জানান, নৌকায় উত্তাল সাগর পাড়ি দিয়ে শিশু, নারী, পুরুষসহ ১৮ রোহিঙ্গার একটি দল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সমুদ্র উপকূলে এসে নামে। সেখান থেকে চরশরৎ এলাকায় এলে স্থানীয় লোকজন তাদের আটক করে শিল্প পুলিশের হাতে তুলে দেয়।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে আটক করেছে—এমন খবর পেয়ে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। আটক রোহিঙ্গা সদস্যদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারী ও কয়েকটি অসুস্থ শিশু আছে। এ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুই দফা ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটক করা হয় মিরসরাই সমুদ্র উপকূলে।
বাংলাধারা/এফএস/এআই













