বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলী থানা এলাকার সাগরিকা রোডে অবৈধভাবে বসা একটি কোরবানি পশুরহাট উচ্ছেদ করেছে চসিকের ভ্রাম্যমান আদালত।
রবিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে নগরের সাগরিকা রোডে অবৈধভাবে বসা কোরবানি পশুরহাটটি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, সিডিএ গরুর বাজারের পাশেই সাগরিকা রোডে ত্রিপল ও বাঁশ বেঁধে আরেকটি অস্থায়ী কোরবানি পশুর বাজার বসানোর চেষ্টা করছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী। চসিকের অনুমতি ছাড়াই প্রায় ৩০০টির মত গরুর রাখার খুঁটি তৈরির কাজ চলছিল সেখানে। পরে খবর পেয়ে আজ রবিবার সকালে অভিযান চালায় চসিকের ভ্রম্যমাণ আদালত।
একই অভিযানে সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, এ কে খান মোড়, পিসি রোড মোড় ও ডিটি রোড এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়েছে ৬ পথচারীকে। এসময় ৬টি পৃথক মামলা দায়ের করে ২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়েছে।
স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, ‘রাস্তা দখল করে অবৈধভাবে কোরবানি পশুরহাট বসিয়েছিল একটি চক্র। অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করেছি এবং অভিযান পরিচালনার পাশাপাশি মানুষ সচেতন করার সাথে সাথে মাস্কও বিতরণ করেছি।’
বাংলাধারা/এফএস/এআই













