২৮ অক্টোবর ২০২৫

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

বাংলাধারা ডেস্ক  »

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামী ২১ জুলাই (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাইন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে, আগামী ২১ জুলাই সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।’

পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ ব্যাপারে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলকদ ১৪৪২ হিজরি, ২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।’

‘এমতাবস্থায়, আগামীকাল ২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১২ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ সোমবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন