২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনার সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে করোনার অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৮২১ জন শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৫২৭ জন ও বিভিন্ন উপজেলার ২৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৬৫ হাজার ৮২৯ জন।

সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায় এইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৯১ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৬৬৩ জনের নমুনা পরীক্ষায় ২২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন