চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছিরের দ্বারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী শাহাদাত হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (১১ জুলাই) রাতে ২নং গেইট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, ২নং গেইটে দায়িত্ব পালন কালে সুমন নাছির সহ ১০-১২ জন এসে আমার থেকে চাবি চায়।চাবি দিতে অস্বীকার করলে তার আমাকে গালিগালাজ করে মারধর করে।
অভিযুক্ত সুমন নাছির জানান, এমন কোনো ঘটনা ঘটে নি। আমরা তার কাছে চাবি চাইলে সে আমাদেরকে গালি দিয়ে হামলা করতে তেড়ে আসে।এক পর্যায়ে সে ছোট ভাই সাদাফের গায়ে হাত তুললে আমরা তাকে শান্ত করার চেষ্টা করি।
এবিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রক্টর রবিউল হাসান জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, এটি পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি। আমরা বিষয়টি মিমাংসা করে দেওয়ার চেষ্টা করছি।
বাংলা্ধারা/এফএস/এআর













