বাংলাধারা প্রতিবেদন »
বিরাজমান কোভিড-১৯ মহামারী সচেতনতায় সরকারী নির্দেশনাবলী প্রচারকালে পুলিশের বাধা ও হামলার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ জুলাই) রাত সাড়ে আটটার সময় চান্দগাঁও থানার জানআলী হাট রেলস্টেশন এলাকার ৮ নম্বর পুলের গোড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, জনসচেতনতায় পুলিশ সরকারী নির্দেশনা প্রচারকালে মো. রবিউল আলম (২৭) এর নেতৃত্বে বেশ কয়েকজন বাধা প্রদান করে এবং হামলা চালায়। এতে কর্তব্যরত পুলিশের এএসআই জাফর আহমদ তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে মারাত্মক জখম হয় এবং প্রচার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ভাংচুর চালায়।
এরপর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আটকৃতরা হলেন- জানআলী হাট এলাকার ভুল্লুক জমিদার কলোনীর নূর নবীর ছেলের রবিউল আলম (২৭), অজুফা কলোনীর মৃত হারুনের ছেলে সুমন প্রকাশ আনিস (২৭), মোহরা এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে মো. মুছা প্রকাশ ইয়াবা মুছা (৫১), ভল্লুক জমিদার কলোনীর ইউসুফের ছেলে মো. ইয়াছিন (১৯), শফি ফকির কলোনীর মৃ রজব আলীর ছেলে মো. আবদুল খালেক (৩৮), শফি ফকির কলোনীর কবির আহাম্মদের ছেলে সৈয়দ আকবর (৪২), এমরান সওদাগরের বাড়ীর কালু মিয়ার ছেলে খোকন (৪২), জানআলী হাট এলাকার দুদু মিয়ার ছেলে মো. ফারুক (৩৩), মৃত ফকর ইসলামের ছেলের মো. ভুট্টু (৩৭), হারুনুর রশিদের ছেলে মো. ফারুক, নূর নবীর ছেলে মো. রায়হান (২০), মোস্তফার ছেলের মো. বাদশা (৩২), মৃত দুলা মিয়ার ছেলে বশির (৫৩), শামসুল হকের ছেলের মো. ইমন (১৯) ও জাগির হোসেনের ছেলের মো. লিমন (২০)।
বাংলাধারা/এফএস/এআই













