২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৯ লাখ টাকা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে ৯ লাখ ৬ হাজার ৫৬০ টাকা।

সোমবার (১২ জুলাই) সকালে দান বাক্স খোলার পর প্রাথমিক গণনা শেষে সন্ধ্যায় এ টাকার হিসাব পাওয়া যায়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার ৫ মাস পর মসজিদের দান বাক্স খোলা হয়েছে। ৩৫ দফায় দান বাক্সের টাকা গণনা শেষে ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

সোমবার সকাল ১০টায় মসজিদের অফিসিয়াল মোতোয়াল্লী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, প্রশাসনের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ওয়ারিশান এবং মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের সব ক’টি দান বাক্স খোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আবদুল্লাহ আল মামুস সাগর, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মসজিদের ওয়ারিশান মো. নুরন্নবী চৌধুরী, মোয়াজ্জিন মাওলানা মো.এয়াকুব আলী, মাওলানা আবদুল করিম, ফরিদ উদ্দিন, আবদুল গফুর, মো. মোস্তাফা, মো.কফিল উদ্দীন, মাহফুজুল হক আল কাদেরী, আনোয়ার হোসেন, মো. হোসাইন, নাজিম উদ্দীন , শাহ আলম, নুর মোহাম্মদ প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন