২৮ অক্টোবর ২০২৫

পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি  »

চট্টগ্রামে পটিয়ায় জঙ্গলখাইন নানার বাড়িতে রেশমী আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। সে উপজেলার কোলাগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের কন্যা।

সোমবার (১২ জুলাই) সকাল ৮ টার সময় উপজেলার জঙ্গলখাইন গ্রামের নানার বাড়িতে ঘরের বিমে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করে।

জানা যায়, রেশমী আক্তার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের জঙ্গলকাইন গ্রামের নুর হোসেন ফকিরের বাড়ি নানা মৃত ইসহাকের ঘরে থেকে লেখা পড়া করে আসছিল। সে পটিয়া সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

সোমবার সকাল ৮ টার দিকে নানার বসত ঘরে বিমের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে তাঁর নানার ঘরের লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখে পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি।

পটিয়া থানার এসআই নাজমুল কবির জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হচ্ছে বলেও জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন