বাংলাধারা স্পোর্টস »
টোকিও অলিম্পিক থেকে নাম সরিয়ে নিয়েছেন টেনিসের অন্যতম তারকা রজার ফেদেরার। এবারের অলিম্পিকে দেখা যাবে না পুরুষ এককে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে আমি হাঁটুতে চোট পেয়েছি এবং সেটা মেনে নিয়ে আমি টোকিও অলিম্পিক গেমস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি খুবই হতাশ, কারণ এটা গর্বের এবং প্রতিবার সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করাটা আমার ক্যারিয়ারের উজ্জ্বল অংশ। তবে আমি এরই মধ্যে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি সেই আশা করছি। সুইজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।’
— Roger Federer (@rogerfederer) July 13, 2021
উইম্বলডনে হুবার্ট হুরকাজের কাছে সরাসরি সেটে হেরে গিয়েছিলেন ফেদেরার। শেষ সেটে হারতে হয় ০-৬ ব্যবধানে। বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়া ফেদেরার পরের বার উইম্বলডনে নামবেন কি না সেটা নিয়েও সন্দেহ রয়েছে। বর্তমানে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আছেন ফেদেরার।
বাংলাধারা/এফএস/এআর













