২৪ অক্টোবর ২০২৫

সিআরবিতে হাসপাতাল নয়; সিডিএকে ‘ভয়েস অব চিটাগং’ এর স্মারক লিপি

বাংলাধারা প্রতিবেদক  »

পূর্ব রেলের সদর দপ্তর চট্টগ্রামের সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) একটি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাকৃতিক ও ঐতিহাসিক কারণে সেখানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) স্মারক লিপি প্রদান করেছেন ‘ভয়েস অব চিটাগং’।

বুধবার (১৪ জুলাই) সকালে স্মারক লিপি গ্রহণ করেন সিডিএ এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

প্রসঙ্গত, প্রাকৃতিক ও ঐতিহাসিক কারণে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা বলছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন বা আইনি ব্যবস্থা গ্রহণে তারা বাধ্য হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন