২৪ অক্টোবর ২০২৫

গ্রেফতার এড়াতে নিজের জিহ্বা কেটেও শেষ রক্ষা হয়নি গালকাটা জাহাঙ্গীরের

বাংলাধারা প্রতিবেদন »

সামনে ঈদুল আযহা। এ উপলক্ষে নগরীর প্রতিটি এলাকায় কোরবানীর গরু ক্রেতা ও বিক্রেতাদের আনাগোনা বেড়েছে। আনাগোনা বেড়েছে ছিনতাইকারী পকেটমারদেরও।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে নগরের আগ্রাবাদ সিএণ্ডএফ টাওয়ারের পাশে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করা ছয়জনকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে টিপছোরা জব্দ করা হয়।

মো. জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীর ওই গ্রুপের প্রধান এবং চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী। গ্রেফতার এড়াতে ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটেও শেষ রক্ষা হয়নি নগরের শীর্ষ এই ছিনতাইকারীর।

ডবলমুরিং থানা পুলিশ সূত্রে জানা যায়, গরুর বেপারী ও ক্রেতাদের লক্ষ্য করে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে অবস্থান নিয়েছিল জাহাঙ্গীরের সহযোগীরা। গোপন সংবাদের ছিনতাইকারীদের অবস্থার নিশ্চিতের পর তাদের গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীরের পাঁচ সহযোগী হলেন- মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) ও সাইদুর রহমান ইবু (২২)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গালকাটা জাহাঙ্গীর শীর্ষ নগরীর ছিনতাইকারী। সে সহযোগীদের সহায়তায় ছিনতাই কাজ চালাতও। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলে। যাতে করে তাকে আহত মনে করে গ্রেফতার করা না হয়। জাহাঙ্গীরসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন